বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / রাজশাহী বিভাগীয় কমিশনার নাটোরের মূক ও বধির বিদ্যালয় পরিদর্শন করলেন

রাজশাহী বিভাগীয় কমিশনার নাটোরের মূক ও বধির বিদ্যালয় পরিদর্শন করলেন

নিজস্ব প্রতিবেদক
নাটোর মূক ও বধির বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। আজ সোমবার দুপুরে তিনি শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মেঃ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম সীমা, শিক্ষক আলেয়া খাতুনসহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং তাদের সঠিকভাবে পরিচালিত করলে অনেক বড় কাজও তাদের দিয়ে হতে পারে। তাই কেউ তাদের অবহেলা করবেন না। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। তিনি বিদ্যালয়ের উন্নয়নে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

উল্লেখ্য ১৯৯৮ সালে স্থানীয় উদ্যোগে স্থাপিত এই মূক ও বধির বিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন।

আরও দেখুন

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন …