মঙ্গলবার , নভেম্বর ১৮ ২০২৫
নীড় পাতা / জাতীয় / রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

নিউজ ডেস্ক
রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। তারা হলেন, এস এ টেলিভিশনের সহকারি বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।

গুরুত্বর আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শাওন জানান, সন্ধ্যা ৭ টার দিকে তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করলে বিস্ফোরণ ঘটে।

পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান। বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দইজনেরই মুখমন্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১১ শতাংশ পুড়েছে।

পিবিএ/ ইকে

আরও দেখুন

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি  ও সম্পাদক আমিরুল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯ তম বার্ষিক সাধারণ সভা …