বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / জাতীয় / রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

নিউজ ডেস্ক
রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। তারা হলেন, এস এ টেলিভিশনের সহকারি বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।

গুরুত্বর আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শাওন জানান, সন্ধ্যা ৭ টার দিকে তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করলে বিস্ফোরণ ঘটে।

পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান। বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দইজনেরই মুখমন্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১১ শতাংশ পুড়েছে।

পিবিএ/ ইকে

আরও দেখুন

নাটোরে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক:নাটোরে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ …