বিনোদন ডেস্ক
২০২০ সালের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমাটিতে বলিউড ‘বাদশা’ শাহরুখ খান বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বলে সম্প্রতি গুঞ্জন রটেছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নির্মাতারা গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছেন। যদিও এটি নির্মাতাদের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। সিনেমাটিতে এসআরকে যদি অভিনয় করেন তাহলে ‘ডিয়ার জিন্দেগি’র পর আলিয়া ভাট এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র পর রণবীরের সঙ্গে দ্বিতীয়বার তাকে অভিনয় করতে দেখা যাবে।সিনেমাটি প্রযোজনার করছে ধর্মা প্রোডাকশন। এরই মধ্যে বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বাইয়ে এটির শুটিং হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন নাগারজুনা, মৌনি রায় ও ডিম্পল কপাড়িয়াসহ অনেকে। ২০২০ সালের গ্রীষ্মে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে।
