নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর মোহাম্মদপুরের
দুটি রেস্তোরাঁকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রিং রোড এলাকার অনফায়ার ও
কালোজিরা রেস্টুরেন্টে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির পাশাপাশি বাসি-পচা
খাবার মজুদ করতে দেখা যায়। এসব অপরাধে অনফায়ারকে দুই লাখ ও কালোজিরাকে চার
লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর
রহমান।
এর আগে মঙ্গলবার চকবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান র্যাব-১০ এর
ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ১০ জনকে
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও দেখুন
ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবি
নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ করে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল …