শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মেডিকেল ভর্তি পরীক্ষা : মেধাবীদের স্থান দিতে সোচ্চার প্রশাসন

মেডিকেল ভর্তি পরীক্ষা : মেধাবীদের স্থান দিতে সোচ্চার প্রশাসন

এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাবীদের স্থান দিয়ে সুচিকিৎসক তৈরির লক্ষ্যের সংশ্লিষ্ট প্রশাসন কাজ করে যাচ্ছে।  কোনো অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।  বাহিনীর কর্মকর্তারা বলছেন, যেকোনো মূল্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের মতো অপতৎপরতা রুখে দেয়া হবে।

সূত্র বলছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।  পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ পুরো কেন্দ্রে একটিমাত্র অ্যানালগ মোবাইল ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে পরীক্ষায় সুশৃঙ্খলতা নিশ্চিতকরণ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আর মাত্র কয়েকদিন পরেই এমবিবিএস ভর্তি পরীক্ষা।  এরইমধ্যে আমরা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি।  প্রশ্নপত্র ফাঁস, নকলসহ যেসব অপতৎপরতা লক্ষ্য করা যায় সেসব রুখে দিতে সর্বত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করে এটি নিশ্চিত করা যাচ্ছে যে, এ পরীক্ষায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দিক থেকে প্রস্তুত রয়েছে বাহিনীর সদস্যরা।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক লাখ পরীক্ষার্থীর একদিনে পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা আমাদের আছে। ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না।  সিনিয়র অফিসাররা তত্ত্বাবধান করবেন।  আশা করি একটি চমৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে।  মেধাবী ও যোগ্যরাই মেডিকেলে ভর্তির সুযোগ পাবে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …