নীড় পাতা / উত্তরবঙ্গ / মুলাডুলি নিকরহাটা নতুন সমিতির কার্যালয়ের উদ্বোধন

মুলাডুলি নিকরহাটা নতুন সমিতির কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
আদিবাসীদের জীবন ও মানের উন্নয়নে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যমান রেখেছে। তারই ধারাবাহিকতায় অনুমোদন পেয়েছে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা আদিবাসী বিত্তহীন সমবায় সমিতি। উক্ত সমিতির অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে অফিস কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উক্ত সমিতির প্রধান উপদেষ্টা প্রদীপ কর্মকার, উপদেষ্টা সুবাস কর্মকার, সাংবাদিক গোপাল অধিকারী , পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবু কর্মকার ও আদিবাসী নেতা সন্তোষ সরদার।

এসময় সমিতির সভাপতি কৃষ্ণ কর্মকার ও সম্পাদক মনোরঞ্জন বেদসহ সমিতির ২৬ সদস্য ও পরিবার উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রথমদিনই জমজমাট  বিরামপুরের ইফতার বাজার 

নিজস্ব প্রতিবেদক, বিরামপুর (দিনাজপুর) বছর ঘুরে আবারও শুরু হয়েছে মাহে রমজান। তাই পাল্টে গেছে চিরচেনা …