নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরে বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত ১১টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া……রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৩ টায় কামারদহ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।
