আসন্ন ঈদুল আযহা আগামী ১২ আগস্ট উদযাপন করা হবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে প্রতিটি ঈদ উৎসবে প্রজাতন্ত্রের সকল চাকুরীজীবির বেতন বোনাস যথা সময়ে প্রদান করা হলেও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অনুদান এবং সিকি বোনাস যথাসময়ে প্রদান না করে একেবারে শেষ সময়ে প্রদানের ঘোষণা দেওয়া হয়। এতে করে প্রায়ই অনেক এলাকার শিক্ষক-কর্মচারীরা টাকা উত্তোলন করতে পারেনা। এবারের ঈদুল আযহার অনুদান এবং ২৫% (সিকি) বোনাস উত্তোলনের শেষ সময় হলো আগামী ৮ আগস্ট। ঢাকা থেকে দুরবর্তী এলাকার ব্যাংকগুলো সর্বদাই অনুদান উত্তোলনের শেষ তারিখে বিল জমা নেয় এবং ২/১ দিন পর থেকে টাকা প্রদান করে। এবারও যদি সেই আগের মতো শেষ তারিখে (৮আগস্ট) বিল জমা নেয় তাহলে শিক্ষক-কর্মচারীরা আসন্ন ঈদুল আযহার পূর্বে তাদের অনুদান এবং ২৫% সিকি উৎসব বোনাস উত্তোলন করতে পারবে না। ফলশ্রুতিতে তাদের পক্ষে পরিবার পরিজন নিয়ে ঈদুল আযহা উদযাপন করা অসম্ভব হয়ে পড়বে। অতএব, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে ৮ আগস্টের মধ্যে তাদের অনুদান এবং ২৫% বোনাসের টাকা উত্তোলন করতে পারে তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে তাগাদা পত্র প্রদানের জরুরীভাবে পদক্ষেপ গ্রহন করার জন্য সবিনয়ে নিবেদন করছি।
নিবেদক-
মোঃ ওয়ায়েশ আলী
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, নলডাঙ্গা, নাটোর।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …