মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / বিনোদন / মাদাম তুসোতে শ্রীদেবীর মোমের ভাস্কর্য

মাদাম তুসোতে শ্রীদেবীর মোমের ভাস্কর্য

বিনোদন ডেস্ক
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে সম্মান জানিয়ে তার মোমের ভাস্কর্য স্থান পাচ্ছে মাদাম তুসো, সিঙ্গাপুরে। শ্রীদেবীর স্বামী ও সিনেমা প্রযোজক বনি কাপুর শ্রীদেবীর মোমের ভাস্কর্য বানানোর দৃশ্য শেয়ার করে টুইটারে জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোতে এই মোমের ভাস্কর্য উন্মোচন করা হবে। 

গত ১৩ আগস্ট শ্রীদেবীর জন্মদিনে মাদাম তুসো কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি মোমের ভাস্কর্য চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে উন্মোচন করা হবে। তিনি বিশ্বের বুকে এক অনন্য নাম। তাই মাদাম তুসো সিঙ্গাপুরে তার ভাস্কর্য সংযোজন সত্যিই অসাধারণ হতে যাচ্ছে।

প্রস্তুত হচ্ছে শ্রীদেবীর মোমের ভাস্কর্য

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বনি কাপুর একটি টুইটার পোস্টে লেখেন, শ্রীদেবী চিরকাল বেঁচে আছেন শুধু আমাদের হৃদয়েই নয়, বরং বিশ্বজুড়ে তার অগণিত ভক্তের হৃদয়ে। অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোতে তার ভাস্কর্যের উন্মোচন দেখার জন্য।

মাদাম তুসোতে স্থান পাচ্ছে শ্রীদেবীর মোমের ভাস্কর্য

১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান, যাকে আমরা শ্রীদেবী নামে চিনি। তার বিখ্যাত কিছু সিনেমা হলো- চাঁদনী, লামহে, মিস্টার ইন্ডিয়া, চালবাজ, নাগিনা, সাদমা, ইংলিশ ভিংলিশ এবং আরও অনেক। তিনি একাধারে তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালাম ও কানাড়া ভাষার অগণিত সিনেমায় অভিনয় করেছেন। ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মশ্রী পদকে ভূষিত করে। তার শেষ সিনেমা ‘মম’, যার জন্য তিনি মরণোত্তর জাতীয় পুরষ্কার লাভ করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …