নীড় পাতা / জেলা জুড়ে / মাদক-দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে শক্ত অবস্থানের নির্দেশ নাটোরের পুলিশ সুপারের

মাদক-দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে শক্ত অবস্থানের নির্দেশ নাটোরের পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার বলেছেন, মাদক-দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে শক্ত অবস্থানে থাকতে হবে। কোনভাবে এসব বিষয়ে সহজ করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, নাটোর জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূনীর্তি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে বাগাতিপাড়া মডেল থানা চত্ত্বরে সাধারন মানুষের সাথে এক বিশেষ মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। যেকোন বিষয় থানায় জানাতে সমস্যা হলে মোবাইল ফোনে তাকে জানাতে সাধারন মানুষকে অনুরোধ করেছেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রমুখ।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …