বুধবার , নভেম্বর ২৯ ২০২৩
নীড় পাতা / জাতীয় / মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৭০

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৭০

দেশে মাদকের ঘাটি নির্মূলে নিরালসভাবে কাজ করছে প্রশাসন। রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪অগাস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৪৬৬ ইয়াবা, ১ হাজার ৪৮৬ গ্রাম ১৬১ পুরিয়া হেরোইন ও ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।

আরও দেখুন

নাটোরে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। দলীয় মনোনয়ন না পেয়ে তারা কেউ …