নীড় পাতা / আইন-আদালত / ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদরের একডালা এলাকায় নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড দিয়েছে। রবিবার দুপুরে তাদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদরের একডালা এলাকা থেকে পাখি শিকার করা কালে শিকারি নাহিদ এবং বক্করকে আটক করা হয়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে পাখী শিকারের সময় হাতেনাতেি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে নাহিদ এবং বক্করকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …