শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদরের একডালা এলাকায় নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড দিয়েছে। রবিবার দুপুরে তাদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদরের একডালা এলাকা থেকে পাখি শিকার করা কালে শিকারি নাহিদ এবং বক্করকে আটক করা হয়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে পাখী শিকারের সময় হাতেনাতেি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে নাহিদ এবং বক্করকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও দেখুন

বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা বিফল!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার …