শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ৪৭ মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

বড়াইগ্রামে ৪৭ মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে এবার ৪৭ মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রায় সবগুলো মন্দিরে দুর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। রোববার নির্বিঘ্নে পূজা উৎযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা করে উপজেলা প্রশাসন। এবার প্রতিটি দুর্গা মন্দিরে একজন পুলিশসহ ৬ জন আনছার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। মন্দির প্রতি ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ সাহা বলেন, দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মী উৎসব হলেও পূজাকে ঘিরে সকল ধর্মের মিলনমেলার সৃষ্টি হয়। আমাদের পূজা শতভাগ নির্বিঘ্নে সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি উৎসব আনন্দের মধ্যেই শেষ হবে এবারের আনুষ্ঠানিকতা।

বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ বলেন, পূজাকে নির্বিঘ্ন এবং উৎসব মূখর করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে বিশেষ মনিটরিং সেল। আনছার পুলিশের পাশাপশি মোবাইল টিম থাকবে যেকোন প্রকার অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায়।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …