রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান

বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে ২০১৮-১৯ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ল্যাপটপ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়র্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ সরকার, মাঝগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা প্রমুখ।

পরে প্রধান অতিথি অপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা অনুদানের চেক বিতরণ করেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার …