শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

বড়াইগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মোতাহার আলী (৬০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার আলী আহম্মেদপুর গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে। তিনি আহম্মেদপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকার নৈশপ্রহরী ছিলেন। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, বুধবার রাতে মোতাহার আলী দায়িত্ব পালনের জন্য বাসস্ট্যান্ডে আসছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আরও দেখুন

নাটোরে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে যুবলীগ কর্মীকে পিটিয়েছ বিএনপি কর্মীরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের (৩৫) উপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা।বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *