বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন : সভাপতি সৈকত ও সম্পাদক তিতাস

বড়াইগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন : সভাপতি সৈকত ও সম্পাদক তিতাস

অমর ডি কস্তা, বড়াইগ্রামঃ
মুক্তিযুদ্ধ মঞ্চ বড়াইগ্রাম উপজেলা শাখা কমিটি অনুমোদিত হয়েছে। এই কমিটিতে সৈকত আহমেদকে সভাপতি ও মিনহাজুল আবেদিন তিতাসকে সাধারণ সম্পাদক করে প্রাথমিক পর্যায়ে ৮ জনের নাম ও পদ অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের যৌথ স্বাক্ষরিত বড়াইগ্রাম উপজেলা শাখা কমিটির অনুমোদন পত্র নব গঠিত কমিটির ৮ সদস্য হাতে পায়। ওই পত্রে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি-১ সেলিম রেজা, সহ-সভাপতি-২ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আমিনুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ নিশাত নাসিম, সাংগঠনিক সম্পাদক-১ সরকার তানভীন হাসান স্মরণ, সাংগঠনিক সম্পাদক-২ বাবুল হোসেন বাবু ।

আরও দেখুন

বড়াইগ্রামে পূজা নিরাপত্তায় ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

  নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে পূজা নিরাপত্তায় ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য …