বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ভিজিএফের চাউল বিতরণ

বড়াইগ্রামে ভিজিএফের চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে প্রবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭টি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে এই চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধান অতিধি হিসেবে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উদ্বোধন করেন।

উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানাযায়, বড়াইগ্রাম সদর ইউনিয়নের ২৩৫৩ জনসহ ৭টি ইউনিয়নে মোট ১৪ হাজার ২ শত ২২ জন গরীব অসহায় দুস্থদের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

বড়াইগ্রাম ইউনিয়নে পরিষদের মাঠে চেয়ারম্যান মমিন সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ট্যাগ অফিসার আশরাফুল আলম, সচিব পরিমল কুমার, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাসুদ রানা মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবান মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম, সহ-সভাপতি আল হেলাল কাফি, ওয়ার্ড সদস্য আবজাল হোসেন সাবু প্রমূখ।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …