শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / খেলা / বড়াইগ্রামে বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট : ১ম পুরষ্কার গরু, ২য় খাসি!

বড়াইগ্রামে বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট : ১ম পুরষ্কার গরু, ২য় খাসি!

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিবাহিত ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় প্রধান অতিথি বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার পুরষ্কার হিসাবে বিজয়ী দলের অধিনায়কের কাছে একটি ষাঁঢ় গরু ও পরাজিত দলের অধিনায়কের কাছে একটি খাসি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান, সাবেক ওসি পিয়ার আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, আওয়ামীলীগ নেতা অপু কায়সার, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …