বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ভরতপুর মহল্লার দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু জানান, সকালে কামাল বাড়িতে নির্মাণাধীন দালান ঘরে বৈদ্যুতিক মোটর থেকে পানি দিচ্ছিলেন। এ সময় ত্রæটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে তিনি বিদ্যুতায়িত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …