নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) শুরু হয়েছে। রোববার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় জোনাইল ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে জোয়াড়ী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ৭ ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৯টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনও আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদার, ইউপি চেয়ারম্যান প্রভাষক চাঁদ মাহমুদ ও তোজাম্মেল হক, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে বড়াইগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌর …