বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রয়াত ইউনুছ আলী পাটোয়ারীর ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বড়াইগ্রামে প্রয়াত ইউনুছ আলী পাটোয়ারীর ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পিতা প্রয়াত ইউনুছ আলী পাটোয়ারীর ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে প্রয়াত ইউনুস আলীর পুত্র ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং সামাজিক বনায়নের অংশ হিসেবে বৃক্ষের চারা রোপন কার্যক্রম হাতে নেয়া হয়।

ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নারদ বার্তাকে জানান, পিতার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সাদকাতুল জারিয়া স্বরূপ বেশ কিছু বৃক্ষের চারা রোপন করা হয়েছে যা অত্র এলাকার মানুষের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নানাবিধ উপকারে আসবে।

এ সময় সার্বক্ষণিকভাবে তার সাথে ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আত্মীয় স্বজনসহ এলাকাবাসী।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …