নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ‘দেখে শুনে রাস্তা পারাপার হবো, নিরাপদে বাড়ি ফিরবো’ প্রতিপাদ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শহিদ উল্লাহ।

বনপাড়া পৌরসভার কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে ইউএনও আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস, ওসি তদন্ত সুমন আলী, সার্জেন্ট সরওয়ার আলম, প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শ্রমিক, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সভায় অংশগ্রহণকারী স্থানীয় লোকজনের সাথে রাস্তা নিরাপদ করার বিষয়ে মত বিনিময় করেন।

আরও দেখুন

বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ , স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক:   নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্বামী আসাদুল ইসলাম …