নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক নারী যাত্রীকে আটক করেছে। আটককৃত ওই নারীর নাম সেলিনা বেওয়া (৪৫)। সে গাজীপুর আউটপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার স্ত্রী। রবিবার দিবাগত মধ্যরাতে নাটোর-ঢাকা মহাসড়কের উপজেলার বনপাড়াস্থ ফাইভস্টার হোটেল সংলগ্ন এলাকায় পুলিশ বাসটিতে তল্লাশী চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে।
হাইওয়ে থানার এসআই মোখলেসুর রহমান জানান, নিয়মিত তল্লাশী হিসেবে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস এর যাত্রীবাহি বাসে তল্লাশী চালানো হয়। আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রবিবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকার বাড়ি চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামের গোপালপুর সূর্য তরুণ সংঘ আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাবিব …