নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রামে ৪৮ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার প্রতিযোগিতার শেষ দিনে ফুটবল খেলায় বালক দলে চান্দাই উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ দল বিজয়ী হয়েছে। অপরদিকে, বালিকা দলে কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয় টিম ট্রাইব্রেকারে ২-০ গোলে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।
এ উপলক্ষ্যে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে শিক্ষাবিদ বাবু গৌরপদ মন্ডলসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দ্বারিকুশী-প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নলডাঙ্গা রামশা কাজীপুরে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট …