নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোর বড়াইগ্রামে খলিশা ডাঙ্গা ডিগ্রী মহা বিদ্যালয়ের মেধাবী ছাত্র আল-আমিনকে হত্যার প্রতিবাদে শোক র্যালি ও কালো ব্যাজ ধারণ করেছে শিক্ষক ও শিক্ষাথীরা। গতকাল শনিবার উপজেলার খলিশা ডাঙ্গা ডিগ্রী মহা বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোক র্যালিটি কয়েন বাজার হয়ে কলেজ চত্বরে শেষ হয়।
কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে অধ্যক্ষ আ ন ম ফরিদুজ্জামান বলেন, অত্র মহা বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল আল-আমিন। গত বর্ষ সমাপনী পরিক্ষায় সে ভাল ফলাফল করেছে। তার এই হত্যা কান্ডের দুস্কৃতিকারীদে অবিলম্বে গেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী যানাচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক মোস্তাফিজুর রহমান সাচ্চু, আতিকুর রহমান মৃধা।
প্রায় দুই শতাধিক সহপাঠি ও অর্ধশতাধীক শিক্ষক এই কর্মসূচিতে অংশ গ্রহন করে।