শনিবার , সেপ্টেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গুঁড়িয়ে দেয়া হলো কাউন্সিলরের অবৈধ দোকান

বড়াইগ্রামে গুঁড়িয়ে দেয়া হলো কাউন্সিলরের অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে সরকারী জমি দখল করে কাউন্সিলরের নির্মাণাধীন ব্যক্তিগত দোকান ভেঙ্গে ফেলেছে স্থানীয় প্রশাসন। রোববার বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সচিত্র সংবাদ প্রকাশের পর ইউএনও আনোয়ার পারভেজ অভিযান চালিয়ে সকাল শনিবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ওই দোকন ভেঙ্গে দেন।

এসময় স্থানীয়রা ইউএনওকে জানান, ভেঙ্গে ফেলা দোকানের দুই পাশে আরও দোকান ইতিপূর্বেই নির্মাণ করা হয়েছে। এসময় ইউএনও আনোয়ার পারভেজ বলেন, সরকারী জমিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না। দ্রুততম সময়ে অবৈধ দখলদারদের তালিকা তৈরী করে সাত দিনের নোটিশ দেয়া হবে।

উল্লেখ্য, বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল হাট পেরিফেরি সায়রাত ভুক্ত মাছবাজর সংলগ্ন দুই শতাংশ জমি অবৈধভাবে দখলে নিয়ে সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ সরকার ব্যক্তিগত দোকান নির্মাণ করছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার …