বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

বড়াইগ্রামে অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত মদ পানে শ্রী প্রান্ত সরকার (২১) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত প্রান্ত সরকার উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার রঞ্জিৎ সরকারের ছেলে ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের আগে প্রান্ত বন্ধুদের সাথে বনপাড়া এলাকার বিহারীর বাড়িতে গিয়ে চোলাই মদ পান করে। পরিমাণে বেশি পান করায় কিছু সময় পরে প্রান্ত অসুস্থ হয়ে পড়ে। পরে বন্ধুরা তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নজমুল হক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্ত মদ পানে প্রান্ত মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …