শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাবেক চেয়ারম্যান খোকন মোল্লাকে সভাপতি, এমএ খালেক পাটোয়ারীকে সহসভাপতি ও আতিকুর রহমান মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়।

বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে আয়োজিত সম্মেলনে খোকন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আযাদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, জাকির হোসেন সরকার এবং ইউপি সদস্য ফেরদৌস উল আলম।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …