শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাক চাপায় বাসের সুপারভাইজার নিহত

বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাক চাপায় বাসের সুপারভাইজার নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোররের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ট্রাক চাপা পড়ে শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজার সেলিম (৪০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন নারদ বার্তাকে জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস বনপাড়া বাইপাস সংলগ্ন কাউন্টারে যাত্রী ওঠানামা শেষে পূনরায় যাত্রা শুরু করার মূহুর্তে রাস্তার বিপরীতে থাকা কাউন্টার থেকে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের সুপারভাইজার সেলিম হোসেন (৪০) ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। নিহত সেলিম কুষ্টিয়ার মিরপুরের গড়দোহা নামক এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে বলে নারদ বার্তাকে জানায় ওসি দেলোয়ার হোসেন।

নিহত সেলিমের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

আরও দেখুন

লালপুরে ইটভাটায় অভিযান– ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে লালপুর উপজেলা প্রশাসন। শনিবার …