নীড় পাতা / আইন-আদালত / বেতাগীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ

বেতাগীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ

বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ২ বস্তা মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জব্দকৃত ওষুধ সবার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন বরগুনা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী।

এ সময়ে দয়া ফার্মেসিতে ৫ হাজার, মাতৃ মেডিকেল হলে ২ হাজার, সোহাগ ফার্মেসিতে ২ হাজার, মাহবুব ফার্মেসিতে ১ হাজার ও সাকিব মেডিকেল হলে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার ২ বস্তা মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …