নীড় পাতা / জাতীয় / বিশ্বের সব জিনিস এখন বাংলাদেশে তৈরি হবে: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সব জিনিস এখন বাংলাদেশে তৈরি হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার এখন সর্বোচ্চ। বিশ্বের সব জিনিস এখন বাংলাদেশে তৈরি হবে। গত মঙ্গলবার রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে অতি দরিদ্রের হার ৫ ভাগের নিচে নেমে আসবে। সিলেটে নতুন করে একটি হাউজিং এস্টেট করতে হবে। 

চেম্বারের সাবেক নেতা এমদাদ হোসেনের শুভেচ্ছা বক্তব্যে চেম্বার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের নবনির্বাচিত সভাপতি আবু তাহের মো. শুয়েব। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। 

অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজল রশিদ চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, চেম্বারের সাবেক পরিচালক হিজকিল গুলজার, শাহ আলম, আমিরুজ্জামান চৌধুরী, চেম্বারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন, আপিল বিভাগের চেয়ারম্যান সামিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …