বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মজিবর (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ই জুন) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদপুর মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার চকবসন্তপুর (নলপুড়া) গ্রামের মৃত ফহিম উদ্দিন সরদারের ছেলে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস বর্মণ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ সকালে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের জমিতে লাগানো পুঁইশাক বিক্রির জন্য বিরামপুর বাজারে যাবার পথে চাঁদপুর মোড় এলাকা নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

শেখ হাসিনা সাড়ে ১৫বছর ধরে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে-রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে লালপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত …