রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে বালু বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

বিরামপুরে বালু বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের বিরামপুর বিজুল বাজারে বালু বোঝাই চলন্ত ট্রাক্টর উল্টে বালুর ট্রলির চাপা পড়ে ওই গাড়ীর শ্রমিক মো. পুশি মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো.পুশি মিয়া (২৩) উপজেলায় শিমলতলী গড়ের পাড় এলাকার বাবুল হোসেন (ড্রাইভার) এর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন জানান, দিনাজপুর থেকে গবিন্দগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজে নিয়েজিত একটি ট্রাক্টর বালু বোঝাই নিয়ে বিরামপুর বিজুল বাজার এলাকায় যাচ্ছিল। গাড়িটি বাজারের কাছাকাছি এলে হঠাৎ করে উল্টে যায়।

এ সময় গাড়িতে থাকা বালুর শ্রমিক মো.পুশি মিয়া রাস্তার পাশে পড়ে গেলে বালুর ট্রলিটি তার উপর উল্টে পড়ে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …