নিজস্ব প্রতিবেদকঃ
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই প্রত্যয় নিয়ে নাটোরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসা মোড়ে অবস্থিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ শ্রমিক নেতৃবৃন্দ।
আরও দেখুন
নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …