শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ক্যান্ট পাবলিক স্কুল বাগাতিপাড়ায় সেরা

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ক্যান্ট পাবলিক স্কুল বাগাতিপাড়ায় সেরা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বাছাইকৃত উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা শেষে তারা সেরা স্থান অর্জন করে। দ্বিতীয় অবস্থানে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে এদিন দুপুরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, বিজ্ঞান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …