মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / Uncategorized / বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের ভিস্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র লিটন

বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের ভিস্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র লিটন



নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
মহানগরীর দড়িখড়বোনা (ভাটাপুকুর) এলাকায় বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত ফলক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ইমাম-উলামাসহ সকলের কল্যানে কাজ করছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রাজশাহীতে দুইটিসহ সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হতে হচ্ছে। এছাড়া সরকার ইমাম-মোয়াজ্জিমদের ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানের সঞ্চালনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, মসজিদ কমিটির আব্দুল লতিফ, আমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …