বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করেন। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রায় একশ একর এলাকা জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি গড়ে তোলা হবে। পাহাড়ের প্রকৃতির ছোঁয়ায় সাজানো হবে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান হবেনা এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দেয়া হবে মানসম্মত শিক্ষা। 

তিনি বলেন, পাহাড়ের যেসব এলাকায় স্কুল নেই সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। গরিব অসহায়রা যাতে শিক্ষার সুযোগ পায় সেদিকে সরকার দৃষ্টি রাখছে। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে।  

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ক্যশৈ হ্লা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এ.এফ ইমাম আলী, জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র ইসলাম বেবী, সিভিল সার্জন ডা.অংশৈ প্রু, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল আবছার, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এটিএম ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …