শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক আহত

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আয়নাল হক নামের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় আড়ানী-পুুঠিয়া সড়কের পকেটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষক আয়নাল হক পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিএসসি সহকারি শিক্ষক। তিনি ওই জেলার বাউসা ঠাকুরপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের বড় ছেলে।

আহত শিক্ষক আয়নাল হকের সঙ্গে থাকা তার মেয়ে বৃষ্টি জানান, ওই দিন রাজশাহী থেকে তার বাবা ব্যক্তিগত কাজ শেষে আড়ানী-পুঠিয়া সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পকেটখালি পৌঁছলে ভ্যানের সাথে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিক্ষক আয়নাল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …