সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

বাগাতিপাড়ায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, ওসি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, শিক্ষক শাহাদাৎ হোসেন প্রমূখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ১০ টি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি সরবরাহের সময় ১০ টি মাটিবাহী …