নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরে লালপুরে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বাগাতিপাড়া উপজেলা সংলগ্ন লালপুর উপজেলায় ধুপইল বাজার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তমণ্ডলী অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রাটি শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে স্থানীয় হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি চিত্তরঞ্জন কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় বক্তব্য রাখেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, বাগাতিপাড়া উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন গান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিবসের প্রথম পর্ব শেষ হবে। আজ সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আরও দেখুন
সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …