রবিবার , নভেম্বর ১০ ২০২৪
নীড় পাতা / কৃষি / বাগাতিপাড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন

বাগাতিপাড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের ২০ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এরপর উপজেলা জিমনেসিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল , বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মোমরেজ আলী। অনুষ্ঠানে কয়েকটি প্রতিষ্ঠানে বিনাম‚ল্যে গাছের চারা প্রদান করা হয়।

আরও দেখুন

নাটোরে বাংলাদেশ এপেক্স ক্লাব জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, নাটোর এপেক্স ক্লাবের আয়োজনে বাংলাদেশ এপেক্স জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত …