নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিদ্যুৎ অফিসের দাবীতে মানববন্ধন: ৩ দিনের আল্টিমেটাম

বাগাতিপাড়ায় বিদ্যুৎ অফিসের দাবীতে মানববন্ধন: ৩ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ার তমালতলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তমালতলা বাজারের তমালতলা গোল চত্তরে এলাকার শত শত গ্রাহকসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

তমালতলা সাব জোনাল অফিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মামুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আজিজুল হাকিম , আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান বাবু, কৃষকলীগ নেতা মেহেদী হাসান দোলন ও সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান শামীম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ অফিসেব সাব সেন্টার তমালতলা এলাকায় হলেও জোনাল অফিস অন্যত্র স্থাপনের পায়তারা চলছে। অথচ সমিতির শতকরা ৭৫ ভাগ গ্রাহক এই এলাকার ও এটি উপজেলার মধ্যবর্তী স্থান। গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ে তারা মাঠে নেমেছেন।

এই সিদ্ধান্ত জানাতে পল্লী বিদ্যুৎ সমিতিকে আগামী তিনদিনের আল্টিমেটাম দেন তারা এছাড়া তারা কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …