শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাকফো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন ওই গ্রামের আতিক হোসেনের ছেলে।

নিহতের চাচা শিক্ষক মুঞ্জুর মুক্তাদির জানান, বাড়িতে খেলাধূলার করার ফাঁকে বুধবার দুপুরের দিকে সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আলিফ। বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল সাড়ে ৩ টার দিকে পুকুরের পানিতে আলিফের ভাসমান লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তার লাশ উদ্ধার করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …