নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে শহিদুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত বাশার আলী প্রামানিকের ছেলে।
নিহতের স্ত্রী শিরিনা বেগম জানান, তার স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে মানষিকভাবে অসুস্থ ছিলেন। প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। রোববার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামীর সঙ্গে তিনিও ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে তিনি টয়লেটে গিয়ে ফিরে এসে ঘরে স্বামীকে আর দেখতে পাননি। এরপর তিনি বাড়ির বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টায় বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে শহিদুল ইসলামের ব্যবহৃত সেন্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে বিকালে লাশ দাফন করা হয়।
বাগাতিপাড়া থানার কর্তব্যরত অফিসার জানান, এ ব্যাপারে থানায় তরা কোন অভিযোগ পাননি।
আরও দেখুন
নাটোরে বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নলডাঙ্গা রামশা কাজীপুরে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট …