শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পানিতে ডুবে একই দিনে ২ শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে ডুবে একই দিনে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটেরের বাগাতিপাড়ায় উপজেলায় পাঁকা ও ফাগুয়ার দিয়াড় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের আনারুল ইসলামের আড়াই বছরের ছেলে জুনাইদ বাড়ির পাশে খেলছিলো। সবার অগোচরে সে পাশের ডোবায় পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে বলে মৃত ঘোষনা করে।

অপরদিকে দুপুরে ফাগুয়ার দিয়াড় ইউনিয়নের সাইলকোনার আশরাফুলের ৮ বছরের ছেলে ফাহি ইসলাম বাড়ির পার্শে পকুরে পড়ে যায়। সাতরে উঠতে না পেরে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একই হাসপাতালে নিলে চিকিৎসরা তাকেও মৃত বলে ঘোষনা করে ।

এব্যাপার বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, দুইটি ঘটনা তিনি শুনেছেন। হাসপাতাল থেকেই ২টি শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন পরিবার থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …