মঙ্গলবার , নভেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

বাগাতিপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া

“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মা ও শিশু পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খাঁজা ফেরদৌস, অগ্রণী ব্যাংক লোকমানপুর শাখা ব্যাবস্থাপক আব্দুর রউফ, লোকমানপুর কলেজের অধ্যক্ষ ফারুক বিশ্বাষ, স্থানীয় আওয়ামীলীগনেতা আসলাম উদ্দিন, পাঁকা ইউনিয় পরিবার পরিকল্পনা পরিদর্শক খাইরুল ইসলাম, ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলীম উদ্দীন প্রমূখ। অগিামী ৭-থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ হিসেবে বিশেষ সেবা প্রদান করবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস।

আরও দেখুন

দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালআমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,সরকার ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায়অবশেষে দীর্ঘ ২০ মাস …