নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় দুই নারী কর্মকর্তার বাসার তালা ও গ্রীল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাপাতিল এলাকায় এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের একজন হলেন, বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক মাহমুদা খাতুন। তিনি আমাদের অর্থনীতি পত্রিকার সাব এডিটর জিয়াউল হকের স্ত্রী। অপরজন ব্র্যাকের বাগাতিপাড়া শাখার এরিয়া ম্যানেজার শাহানা পারভীন।
মাহমুদা খাতুন ও শাহানা পারভীন জানান, তারা দু’জনেই চাকরির সুবাদে উপজেলার সোনাপাতিল মহল্লায় উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হাফিজুর রহমান বাদশা এর ভবনের তিনতলায় কয়েক বছর থেকে ভাড়া থাকেন। ঈদের ছুটিতে বাসা তালাবদ্ধ রেখে মাহমুদা খাতুন নিজ বাড়ি পাবনার সুজানগর এবং শাহানা পারভীন বগুড়া সদরে যান। ছুটি শেষে শনিবার শাহানা পারভীন বাসায় ফিরে এলে জানালার গ্রীল কেটে চুরি হওয়ার ঘটনা জানতে পারেন। এরপর মাহমুদা খাতুনকে খবর দিলে তিনিও ছুটে এসে তার ঘরের তালা ভেঙ্গে চুরির বিষয় নিশ্চিত হন। কর্মকর্তাদের দাবি টিভি, ফ্যান, সোনার গহনা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী খোয়া গেছে। এর আগেও দু’বার একই বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
রিপোর্ট লেখা (বিকাল সোয়া ৪টা) পর্যন্ত এ বিষয়ে থানায় সাধারন ডায়েরীর প্রস্তুতি নিচ্ছেন বলে ক্ষতিগ্রস্থ কর্মকর্তারা জানিয়েছেন।
এব্যাপারে ভবন মালিক হাফিজুর রহমান বাদশা বলেন, এর আগে তেমন কোন চুরি হয়নি। তবে এবার এক জনের ঘরের জানালার গ্রীল ও অন্য জনের তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে এ ধরনের ছুটিতে গার্ড নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …