নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনভর বিভিন্ন কর্মসুচি পালন করেন।
সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা চত্বর থেকে এক শোক র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার জিমনেসিয়ামে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়ঙ্কা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এছাড়াও অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুুল ইসলাম শেখ পিপিএম, কৃষি কর্মকর্তা মমরেজ আলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড.আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন এবং দেশের শান্তি কামনায় বিশেষ মোনাযাত করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …