শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় চুলার আগুনে পুড়ল কৃষকের বাড়ি

বাগাতিপাড়ায় চুলার আগুনে পুড়ল কৃষকের বাড়ি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় চুলার আগুন থেকে পুড়ে ছাই হয়ে গেছে জামাল সরদার নামের এক কৃষকের বাড়ি। মঙ্গলবার বিকালে উপজেলার দয়ারামপুরের শেখপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জামাল সরদার শেখপাড়া গ্রামের করম সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জাহিদ জানান, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে জামাল সরদারের বাড়ির টিনের দু’টি শোবার ঘর এবং একটি রান্না ঘরসহ আসবাবপত্র, ধান-চাল, নগদ অর্থ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দয়ারামপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত ফায়ারম্যান ফিরোক আহম্মেদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …